গর্ভাবস্থায় চর্বিযুক্ত খাবার শিশুর জন্য ঝুঁকিপূর্ণ
গর্ভাবস্থায় মায়েরা বেশি চর্বিযুক্ত খাবার খেলে তা শিশুর মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ব্যাহত করতে পারে এবং পরবর্তী জীবনে শিশুটি মুটিয়ে যওয়ারও ঝুঁকি বাড়ে। সস্প্রতি যুক্তরাষ্ট্রের ‘ইয়েল স্কুল অব মেডিসিন’ এর একদল গবেষক ইঁদুরের ওপর গবেষণা চালিয়ে এ তথ্য দিয়েছেন। গবেষকরা বলছেন, গর্ভবতী ইঁদুরের খাদ্যাভ্যাস ইঁদুর ছানার মস্তিষ্কের (মগজ) কাঠামো পরিবর্তন করে দেয়। মানবদেহের সঙ্গেও এর সাদৃশ্য বা সম্পর্ক রয়েছে। গর্ভবতী মায়েদের বেশি চর্বিযুক্ত খাবার কিংবা কম পুষ্টিকর খাবার না খেয়ে সুষম খাবার...
Posted Under : Health News
Viewed#: 43
আরও দেখুন.

